রাজনৈতিক সৌজন্য অটুট। বিজেপির সর্বভারতীয় সভাপতির করোনা সংক্রমণের খবর শোনামাত্র সুস্থতা কামনা করে ট্যুইট করলেন বাংলার মুখ্যমন্ত্রী।
দু’দিনের বাংলা সফর থেকে ফিরে রবিবার করোনা সংক্রমিত হন জেপি নাড্ডা। নিজেই সে কথা ট্যুইটারে জানান তিনি। তবে উপসর্গ কম থাকায় আপাতত বাড়িতেই রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
এই খবর পাওয়া মাত্রই জে পি নাড্ডার দ্রুত সুস্থতার কামনা করে মুখ্যমন্ত্রীর ট্যুইটারে লেখেন, দ্রুত সুস্থ হয়ে উঠুন বিজেপি সভাপতি। তাঁর সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি। এই সময়ে তাঁর ও তাঁর পরিবারের প্রতি আমার প্রার্থনা রইল।
গত সপ্তাহেই রাজ্যে এসেছিলেন জে পি নাড্ডা। খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে দাঁড়িয়ে তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলকে রাজ্য থেকে উৎখাত করার বার্তা দেন। অভিযোগ তারপর তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবারে গিয়ে হামলার মুখে পড়েন। যা নিয়ে রাজ্য–কেন্দ্র সঙ্ঘাত চরমে পৌঁছেছে। কিন্তু রাজনীতির বাইরে সৌজন্যবোধে কোনও প্রভাব পড়েনি। তা আরও একবার বোঝা গেল মমতার ট্যুইটে।
Comments are closed.