১৯৫২ সালের আজকের দিনে বাংলা ভাষার দাবিতে আন্দোলনে প্রাণ দিয়েছিল একদল তরুণ তুর্কি। সেদিনের পুলিশের গুলির ক্ষত প্রত্যেক বাঙালির স্মৃতিতে আজও টাটকা। শুধুমাত্র বাংলা ভাষার জন্য এই বলিদানকে সম্মান জানাতে পরবর্তী সময়ে রাষ্ট্রসঙ্ঘ ২১ ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ওপার বাংলার পাশপাশি এপার বাংলাতেও আজকের দিনটিকে আড়ম্বরের সঙ্গে পালন করা হয়। সোমবার ভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তিনি লিখেছেন, যাঁরা মাতৃভাষার জন্য বীরের মতো লড়াই করেছেন, সেই শহীদদের কুর্নিশ। সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। ভারতবর্ষে আজ ভাষার বৈচিত্রকে সম্মান করা উচিত। ট্যুইটের শেষে তাঁর সংযোজন, ভাষা-মোদের ভালবাসা। সবাইকে নিয়ে বাঁচার আশা।
এ দিন সকালে সিঁথির মোড়ে প্রভাতফেরিতে অংশগ্রহণ করে বিশ্বভারতীর পড়ুয়ারা। পাশপাশি অমর শহীদদের স্মরণে সেজে উঠেছে শান্তিনিকেতন। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগেও ভাষা দিবসের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার বিকেল ৪টে দেশপ্রিয় পার্কে মাতৃভাষা দিবস উদযাপন হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ঠজন উপস্থিত থাকবে।
Comments are closed.