দুর্ঘটনাস্থল বালেশ্বরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে করে ওড়িশার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে।
দুর্ঘটনাগ্রস্থ করমণ্ডল এক্সপ্রেসে পশ্চিমবঙ্গের বহু যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে অনেকেই আহত, মৃত। দুর্ঘটনার পরপরই শুক্রবার রাজ্যের তরফে ওড়িশায় একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের প্রতিনিধি দলে ছিলেন মন্ত্রী মানস ভূঁইয়া, রাজ্যসভার সাংসদ দোলা সেন সহ বেশ কয়েকজন আধিকারিক। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী ট্যুইট করে দুঃখপ্রকাশ করেছিলেন। পাশাপাশি ট্যুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যের যাত্রীদের উদ্ধারকাজের জন্য, দক্ষিণ-পূর্ব রেলওয়ে এবং ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে নবান্ন। একটি কন্ট্রোল রুমও খোলা হয়। এদিন শনিবার সকালেই জানা গিয়ে ছিল, আবহাওয়া অনুকূল থাকলে মুখ্যমন্ত্রী নিজে বলেশ্বর যাবেন। সেই মতো এদিন রওনা দেন তিনি।
Comments are closed.