আর কিছুক্ষনের মধ্যেই দিল্লি উড়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্ন সূত্রে খবর, সোমবারই প্রধানমন্ত্রীর ডাকা জি-টোয়েন্টি সংক্রান্ত বৈঠকে যোগ দেবেন তিনি। জানা গিয়েছে, দিল্লি নেমেই এদিন সোজা রাষ্ট্রপতি ভবনে চলে যাবেন তৃণমূলনেত্রী। সেখানে অন্যান্য রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে জি-টোয়েন্টি সংক্রান্ত বৈঠকে যোগ দেবেন তিনি।
আগামী বছর জি- টোয়েন্টি বৈঠকের সভাপতিত্ব করবে ভারত। প্রধানমন্ত্রীর অফিসের তরফে জানানো হয়েছে, জি-২০ বৈঠকের আয়োজন নিয়ে সারা দেশ জুড়ে ২০০ টি বৈঠক হবে। যার প্রথম বৈঠকটি হবে রাষ্ট্রপতি ভবনে সোমবার। এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন দেশের বিদেশমন্ত্রী এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব।
এছাড়াও মঙ্গলবার রাজস্থান যাবেন তৃণমূল নেত্রী। সেখানে আজমের শরীফ এবং পুষ্কর মন্দিরে যাওয়ার কথা রয়েছে তাঁর। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই রাজস্থানে আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে লোকসভা অধিবেশনের আগে দলীয় সাংসদদের সঙ্গেও একটি বৈঠক করার কথা রয়েছে মমতা ব্যানার্জির।
Comments are closed.