পূর্ব ঘোষণা মোতাবেক মঙ্গলবার গঙ্গাসাগর গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন দুপুরে মেলার প্রস্তুতি দেখে কপিলমুনির আশ্রমে যান। পুজো দেন এবং আশ্রম প্রাঙ্গণ ঘুরে দেখেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হন। আর সেখানেই কেন্দ্রের বিরুদ্ধে ফের দ্বিচারিতার অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী। তাঁরা অভিযোগ, কুম্ভমেলায় কেন্দ্র পর্যাপ্ত টাকা দিলেও গঙ্গাসাগর মেলার ক্ষেত্রে কোনও টাকা দেয় না। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, কুম্ভমেলা সুয়োরানি হলে গঙ্গাসাগর কি দুয়োরানি?
গঙ্গাসাগর মেলা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মেলা গঙ্গাসাগর মেলা। প্রতিবছর আনুমানিক ৩০ লক্ষ মানুষ কুম্ভমেলায় আসেন। মুখ্যমন্ত্রী জানান, আগে মেলায় দর্শনার্থীদের থাকার জন্য কোনও ব্যবস্থা ছিল না। এখন সব ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কোভিড এবং ওমিক্রন নিয়েও তিনি সচেতন করেন।
এদিকে মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে কোপিলমুনি আশ্রমের মোহন্ত মন্তব্য করেন, মমতা ব্যানার্জিকে তাঁরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। মমতার প্রধানমন্ত্রী হওয়ার কেউ আটকাতে পারবে না বলে দাবি করেন তিনি।
কপিলমুনি আশ্রম দেখে এদিন ভারত সেবাশ্রনে যান মুখ্যমন্ত্রী।
Comments are closed.