নবান্নের সঙ্গে সংঘাতের আবহে রাজ্যপালের আমন্ত্রণে রাজভবনে মুখ্যমন্ত্রী 

নবান্ন বনাম রাজভবন সংঘাতের আবহেই রাজ্যপালের নিমন্ত্রণে রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার স্বাধীনতা দিবসের দিন রাজভবনে চা চক্রের আয়োজন করেছিলেন সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে রাজভবনে পৌঁছে যান তৃণমূল নেত্রী। এদিন বিকেল পাঁচটার কিছু পরে রাজভবনে যান মুখ্যমন্ত্রী। পৌনে ছটা পর্যন্ত সেখানে ছিলেন তিনি।

বন্দি মুক্তি, বিশ্ববিদ্যালয় পরিচালনা সহ একগুচ্ছ ইস্যু নিয়ে সোমবার বেহালার একটি অনুষ্ঠান থেকে রাজ্যপালকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ৮৭ জন বন্দিকে মুক্তি দিতে চেয়েছিল রাজ্য সরকার। কিন্তু রাজ্যপাল সেই ফাইলে সই না করায় তা সম্ভব হয়নি। পাল্টা রাজভবন থেকেও জবাব আসে। রাজভবনের যুক্তি, ওই প্রস্তাব বিষয়ে নবান্নকে কয়েকটি প্রশ্ন করা হয়েছিল। কিন্তু তার জবাব মেলেনি। রাজভবনের পাল্টা অভিযোগ, বন্দি মুক্তি নিয়ে নবান্নেরই সদিচ্ছা নেই। আর এই দ্বন্দ্বের আবহেই রাজভবনে দেখা গেল রাজ্যের প্রশাসনিক প্রধানকে।

Comments are closed.