অসুস্থ সৌরভ গাঙ্গুলিকে দেখতে অ্যাপোলো হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার সকালে ফোন করে খবর নেওয়ার পর দুপুরেই মহারাজকে দেখতে সরাসরি হাসপাতালে গেলেন তিনি। এর আগে আশোক ভট্টাচার্যও দেখে আসেন মহারাজকে।
আপাতত স্থিতিশীল রয়েছেন বিসিসিআই (BCCI) সভাপতি। ইতিমধ্যেই শহরে এসে পৌঁছেছেন দেবী শেঠী। সৌরভের পরিবারের অনুরোধে এসেছেন মুম্বই থেকে আরও এক হৃদরোগ বিশেষজ্ঞ।
বুধবার দুপুরে বুকে ব্যথা নিয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন সৌরভ। সৌরভের অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। হাসপাতালে ছুটে যান বৈশালী ডালমিয়া। কৈলাস বিজয়বর্গীয়র কাছে সৌরভের খবর নেন অমিত শাহ। বিকেলের দিকে ডোনা গাঙ্গুলির কাছে ফোন করে মহারাজের খবর নেন অমিত শাহ। সৌরভের দ্রুত সুস্থতা কামনা করেন ফিরহাদ হাকিমও। বৃহস্পতিবার প্রথমে ফোন করে খবর নেওয়ার পরেই হাসপাতাল গিয়ে সৌরভের খবর নেন মমতা।
Comments are closed.