রাত পোহালেই ছট পুজো; হিন্দিভাষীদের পবিত্র উৎসবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী 

গোটা দেশ বিশ্বকাপ জ্বরে আক্রান্ত। রাত পোহালেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। আবার রবিবার দিনই হিন্দিভাষীদের পবিত্র উৎসব ছট পুজো। প্রতিবারের মতো এবারেও ছট পুজোর কর্মসূচিতে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর সঙ্গে থাকবেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। 

প্রতি বছরই মুখ্যমন্ত্রী বন্দর এলাকার তক্তাঘাট ও দহিঘাটে ছটপুজোর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এবছরও তার অন্যথা হচ্ছে না। তবে জানা গিয়েছে, এবারে হয়তো মুখ্যমন্ত্রী শুধু তক্তা ঘাটের কর্মসূচিতে যোগ দিতে পারেন। দহিঘাটের ছটপুজোর অনুষ্ঠানে তিনি নাও উপস্থিত থাকতে পারেন। মুখ্যমন্ত্রী না গেলেও দহিঘাটের পুজোর অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক হিসেবে ফিরহাদ হাকিম উপস্থিত থাকবেন। 

প্রতিবারের মতো এবারেও ছটপুজোর অনুষ্ঠান হিসেবে বিশেষ ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার ১১১টি পুকুরকে প্রস্তুত রাখা হয়েছে ছটপুজোর অনুষ্ঠানের জন্য। এছাড়াও ৪২টি পুকুরঘাট এবং ২৩টি ঘাটও প্রস্তুত রাখা হয়েছে। 

Comments are closed.