সব ঠিক থাকলে খুব শীঘ্রই পঞ্চায়েত ভোট ঘোষণা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন। তার আগেই জেলাগুলোর সংগঠন মুজবুত করতে দায়িত্ব নিয়েছেন খোদ তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। বীরভূমের পর এবার হুগলি জেলা তৃণমূলের নেতৃত্বদের নিয়ে বৈঠক করবেন মমতা ব্যানার্জি। জানা গিয়েছে, ২০ এপ্রিল হুগলি জেলার নেতাদের কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলার নেতারা ছাড়াও তৃণমূলের শীর্ষ কয়েকজন নেতৃত্ব ওই বৈঠকে উপস্থিত থাকবেন বলে খবর। হুগলি জেলার দায়িত্ব রয়েছে রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের ওপর। জানা গিয়েছে, ২০ এপ্রিলের বৈঠকে তিনিও থাকছেন।
উল্লেখ্য, এর আগে ২৪ মার্চ বীরভূমের জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন মমতা ব্যানার্জি। ওই বৈঠকে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও উপস্থিত ছিলেন। তবে ২০ এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলায় জনসভা করবেন অভিষেক ব্যানার্জি। তাই কালীঘাটের বৈঠকে তিনি উপস্থিত থাকছেন না বলেই খবর। হুগলির জেলা নেতাদের সঙ্গে বৈঠকে দলনেত্রী কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
Comments are closed.