আগস্টেই পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী; অনুদান নিয়ে বড় ঘোষণার সম্ভবনা 

আকাশ পরিষ্কার থাকলে পেঁজা তুলোর মতো মেঘের দেখা মিলছে। কোথাও কোথাও কাশফুলও উঁকি মারছে। প্রতিমা শিল্পীদের চূড়ান্ত ব্যস্ততা। বাংলার আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ। এই আবহে চলতি মাসেই রাজ্যের পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্ন সূত্রে খবর, ২২ আগস্ট বিকেল ৪টেয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে থেকেই পুজো কমিটিগুলোর জন্য অনুদান নিয়েও বড়সড় ঘোষণা করতে পারেন তিনি। 

ইউনেস্কোর আবহমান ঐতিহ্যের তকমা পেয়েছে দুর্গাপুজো। বিশ্বের দরবারে এ এক অন্যতম সম্মান। তার ওপরে দু’বছর পর করোনার আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দেই হবে পুজো। সব মিলিয়ে এবারের দুর্গাপুজো বিশেষ। জানা গিয়েছে, প্রত্যেকবারে কলকাতার নামকরা পুজো কমিটির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তবে এবারে সেই তালিকায় জেলারও পুজো কমিটিগুলোকে রাখা হয়েছে। ব্লক ও মিউনিসিপ্যাল স্তরের পুজো কমিটিগুলোকে ২২ আগস্টের বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলে হয়েছে। নবান্ন সূত্র খবর, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে পুজো নিয়ে বৈঠক করেছেন তথ্য সংস্কৃতি সচিব শান্তনু বসু এবং এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম। 

উল্লেখ্য, ইউনেস্কোর স্বীকৃতি উদযাপনে শহর জুড়ে মহামিছিলের আয়োজন করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর শহরের তিন প্রান্ত থেকে মিছিল এসে মিলিত হবে ধর্মতলায়। সেই মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উপস্থিত থাকবেন, ইউনেস্কোর প্রতিনিধিরাও। 

Comments are closed.