বিনিয়োগ টানতে বিদেশ সফরে মুখ্যমন্ত্রী; মিলেছে কেন্দ্রের সবুজ সঙ্কেত 

পাখির চোখ রাজ্যে শিল্পের উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি। বিদেশি বিনিয়োগ টানতে এবার দুই দেশে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দুবাই এবং স্পেন সফরে যাবেন তৃণমূল নেত্রী।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, সব ঠিক থাকলে ১৩ সেপ্টেম্বর দুবাই রওনা দেবেন মুখ্যমন্ত্রী। দুবাই থেকে তিনি যাবেন স্পেনে। ২৩ সেপ্টেম্বর সফর শেষে কলকাতায় ফেরার কথা রয়েছে তাঁর। দুই দেশেরই শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

রাজ্যে বিনিয়োগ টানতে প্রতিবছরই জাঁকজমক করে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন করে রাজ্য সরকার। এবছরও তা নিয়ে প্রস্তুতি শুরু করেছে নবান্ন। প্রশাসনিক মহল সূত্রে খবর, বাণিজ্য সম্মলেন বিদেশি বিনিয়োগ টানতে আরও তৎপর মুখ্যমন্ত্রী। আর যে কারণেই তাঁর এই বিদেশ সফর।

উল্লেখ্য,  ২০২১ সালে একবার মুখ্যমন্ত্রীর রোম সফরে অনুমতি দেয়নি কেন্দ্র। ওই একই বছর নেপাল সফরেও অনুমতি দেওয়া হয়নি মুখ্যমন্ত্রীকে। তাই এবারেও তাঁর বিদেশ সফরে অনুমতি মিলবে, সেটা নিয়ে সংশয় ছিল। যদিও বৃহস্পতিবার বিদেশমন্ত্রক মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে অনুমতি দিয়েছে।

Comments are closed.