উত্তরবঙ্গ থেকে ফিরেই কালীপুজোর উদ্বোধন শুরু মুখ্যমন্ত্রীর, বৃহস্পতিবার চার পুজোর উদ্বোধন করবেন মমতা ব্যানার্জি

চারদিনের উত্তরবঙ্গ সফর শেষে কলকাতায় ফিরে এসেই কালীপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবারই চারটি পুজোর উদ্বোধন করতে পারেন মমতা ব্যানার্জি। জানবাজার সম্মিলিত কালীপুজো, শেক্সপিয়ার সরণির ইয়ুথ ফ্রেন্ডস, দেবেন্দ্র ঘোষ রোডের ইন্ডিয়া ক্লাব ও হরিশ মুখার্জী রোডের ভেনাস ক্লাবের পুজোর উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই চারটি কালীপুজোর উদ্বোধন করার সম্মতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতিবছর মুখ্যমন্ত্রী কালীপুজোর উদ্বোধন করেন। এইবছরও এর অন্যথা হবে না। মুখ্যমন্ত্রীর নিজের বাড়িতেও কালীপুজো হয়। এই বছরও পুজো হবে বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, এই বছর মহালয়ার আগে থেকেই দুর্গাপুজোর উদ্বোধন শুরু করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপর ধাপে ধাপে কলকাতার বিভিন্ন পুজোর উদ্বোধন করেন তিনি। জেলাগুলিতেও পুজোর উদ্বোধন করেন ভার্চুয়ালি। পুজোর পর বিভিন্ন জেলায় বিজয়া সম্মেলন হচ্ছে। ইকো পার্কে বিজয়া সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী।

সোমবারই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সফরে জলপাইগুড়ির মাল বাজারে মাল নদীর হড়পা বানে নিহতদের বাড়িতে যান তিনি। বুধবার শিলিগুড়িতে বিজয়া সম্মেলনে যোগ দেন। সেই বিজয়া সম্মেলনীতে উত্তরবঙ্গের শিল্পপতি-সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ছিলেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা  বৃহস্পতিবার দুপুরেই শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মমতা ব্যানার্জি। এরপর কালীপুজোর উদ্বোধন শুরু করবেন তিনি।

Comments are closed.