বিধানসভায় এসেই নব নির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল। ৭ অক্টোবর মমতা ব্যানার্জি সহ বাকি দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করাবেন জগদীপ ধনখড়। রাজ্যপালের বিধানসভায় এসে শপথ বাক্য পাঠ করানো কার্যত একটি নজির বিহীন ঘটনা হতে চলেছে বলে মত ওয়াকিবহাল মহলের। সেই সঙ্গে শপথ বাক্য পাঠ করানো নিয়ে বিধানসভা এবং রাজভবনের মধ্যে যে সংঘাতের পরিস্থিতিতির সম্ভবনা তৈরি হয়েছিল তারও অবসান ঘটল।
মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনখড় ট্যুইট করে জানান যে মমতা ব্যানার্জি সহ আমিরুল ইসলাম এবং জাকির হোসেনকে বিধানসভায় গিয়ে শপথ বাক্য পাঠ করাবেন তিনি।
উল্লেখ্য কয়েকদিন আগেই অধ্যক্ষের কাছ থেকে শপথ বাক্য পাঠ করানোর অনুমতি প্রত্যাহার করেন রাজ্যপাল। এই মর্মে রাজভবন থেকে একটি চিঠিও দেওয়া হয় স্পিকার বিমান ব্যানার্জিকে। পর্যবেক্ষকদের একাংশ মনে করেছিলেন, রাজ ভবনের চিঠির জেরে বিধানসভার অধ্যক্ষের সঙ্গে এই নিয়ে ফের একবার রাজ্যপালের সংঘাত শুরু হতে পারে।
শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে দোলাচলের মধ্যেই বিধানসভার পরিষদীয় মন্ত্রী পার্থ চ্যাটার্জির তরফে চিঠি দিয়ে রাজ্যপালকে অনুরোধ করা হয় তিনি যেন বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করান। এই চিঠি ঘিরেই বিধানসভায় রাজ্যপালের আসা নিয়ে প্রশ্ন শুরু হয়। এর মধ্যেই রাজ্যপাল ট্যুইটে জানান তিনি বিধানসভায় উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করাবেন।
Comments are closed.