এগরার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে এখনও উত্তপ্ত রাজ্য রাজনীতি। রাজ্যের আরও বেশ কয়েকটি জায়গায় বেআইনি বাজি কারখানা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাতে প্রাণ হানির ঘটনাও ঘটেছে। বেআইনি ভাবে বাজি বানানো রুখতে পুলিশও ব্যাপক ধর পাকড়া শুরু করেছে। এই পরিস্থিতি বৃহস্পতিবার এগরার খাদিকুল গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্ন সূত্রে খবর, বাজি কারখানার বিস্ফরণে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলবেন তিনি।
বিস্ফোরণের ঘটনায় নিহত এবং আহতদের পরিবারের জন্য আগেই ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন মমতা ব্যানার্জি। এবার তিনি নিজে যাচ্ছেন ঘটনাস্থলে। জানা গিয়েছে, গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গেও কথা বলবেন তিনি।
১৬ মে ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে এগরার খাদিকুল গ্রাম। উড়ে যায় বাজি তৈরির কারখানা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, কারখানায় কর্মীদের দেহ কয়েকশো মিটার দূরে উড়ে গিয়ে পড়ে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দেহের টুকরো টুকরো অংশ আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
বাজি কারখানার মালিক সহ এখনও পর্যন্ত এই ঘটনায় মৃত্যু হয়েছে ১২ জনের। এদিকে এগরা বিস্ফোরণ নিয়ে এনআইএ তদন্ত দাবি করেছে বিরোধীরা। যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও জানিয়ে দিয়েছিলেন, এনআইএ তদন্তে রাজ্য সরকারের কোনও আপত্তি নেই। পাশাপাশি সিআইডিকে এই তদন্তের ভার দেওয়া হয়। বুধবারই এই ঘটনায় মূল অভিযুক্ত ভানু বাগের স্ত্রীকে গ্রেফতার করেছে সিআইডি।
Comments are closed.