খেলা হবে দিবসের শুভেচ্ছা জানালেন মমতা, দিনভর একগুচ্ছ কর্মসূচি ঘাসফুল শিবিরের 

একুশের বিধানসভা ভোটে দেশজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল তৃণমূলের খেলা হবে স্লোগান। নির্বাচনে রেকর্ড জয়ের পর তৃণমূল নেত্রী ঘোষণা করেছিলেন, প্রতি বছর ১৬ আগস্ট খেলা হবে দিবস পালন করবে তাঁর দল। মঙ্গলবার খেলা হবে দিবস উপলক্ষ্যে ট্যুইটে শুভেচ্ছা বার্তা জানান মুখ্যমন্ত্রী। লেখেন, সকলকে খেলা হবে দিবসের আন্তরিক শুভেচ্ছা। গত বছরের মতো এবছরও দিনটিকে সফলভাবে উদযাপিত করুন। আশা  করছি আরও বেশি যুবক যুবতী আজকের দিনটি উদযাপনে এগিয়ে আসবেন। 

বেহালায় স্বাধীনতা দিবসের আগের দিন এক অনুষ্ঠানে গিয়েও মুখ্যমন্ত্রী খেলা দিবসের কথা বলেছিলেন। সেদিনই তিনি জানিয়েছিলেন, জেলায় জেলায় খেলা হবে দিবস পালন করবে তৃণমূল। দিনভর একাধিক কর্মসূচি রয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতার দাবিতেও মিটিং, মিছিল করবে ঘাসফুল শিবির। 

এদিন রাজ্য সরকারের তরফেও খেলা হবে দিবস উপলক্ষ্যে বেশকিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভারোত্তোলনে সোনা জয়ী অচিন্ত্য শিউলি এবং স্কোয়াশে ব্রোঞ্জজয়ী সৌরভ ঘোষালকে এদিন সংবর্ধনা দেবে রাজ্য। দু’জনকে আর্থিক পুরস্কারের পাশাপাশি রাজ্য সরকারের চাকরির নিয়োগ পত্রও তুলে দেওয়া হবে এদিন।   

    

Comments are closed.