কোনও রাজনৈতিক বিষয় নয়, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ নেই, এমনকী আগামী বছরের বিধানসভা নির্বাচনের কথাও নেই, তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র পুজো সংখ্যায় করোনা নিয়ে কলম ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দলীয় মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যায় অতিমারি নিয়ে ছোট এক প্রবন্ধ লিখলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী। মর্মাহত মুখ্যমন্ত্রী লিখেছেন, মন ভালো নেই। বলতে পারেন, লিখতে হয় বলেই লিখছি।
সম্প্রতি নজরুল মঞ্চে জাগো বাংলার উৎসব সংখ্যার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রতিবারই জাগো বাংলার উৎসব সংখ্যায় প্রবন্ধ লেখেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজনৈতিক কিছু বার্তা থাকে। কিন্তু এবছর লেখায় মমতা বুঝিয়ে দিয়েছেন করোনা বিপর্যস্ত জীবনই তাঁর কাছে প্রধান বিষয়।
শুরুতেই লিখেছেন, ‘পুজো আসছে। কিছু একটা লিখতেই হবে। উৎসবে মাতোয়ারা মন অনেকটাই আজ আর নেই।’
লিখেছেন, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ-সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ আচমকা চলে আসা এই ভয়ঙ্কর রোগে চলে যাচ্ছেন। আমি কিছুতেই মেনে নিতে পারছি না সহকর্মী, ফলতার বিধায়ক তমোনাশ ঘোষ নেই। ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটেকেও কেড়ে নিল কোভিড। করোনায় হেরে গেলেন আমাদের দলের এগরার বিধায়কও। আমি মেনে নিতে পারছি না সাংবাদিক সঞ্জয় সিংহের করোনায় মৃত্যু।
মমতা লিখেছেন, একটা করে দিন যাচ্ছে আর ভাবছি, আজ কী খবর পাবো। ভয়ে ভয়ে থাকি, কার নাম শুনব।
Comments are closed.