চূড়ান্ত ব্যস্ততার মাঝেও গান, কবিতা কিংবা সাহিত্য চর্চার মতো একাধিক কাজ মুখ্যমন্ত্রী করে থাকেন। প্রতি বছরই পুজো উপলক্ষ্যে পুজোর গান লেখেন মমতা ব্যানার্জি। সেই গানগুলোতেও সুরও দেন তিনি। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। এবারের পুজোয় মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে আটটি নতুন গান মুক্তি পাচ্ছে।
জানা গিয়েছে, ইতিমধ্যেই ছটি গান রেকর্ড করা হয়ে গিয়েছে। বাকি রয়েছে দুটি গানের রেকর্ড। এই দুটি গানের মধ্যে অন্যতম চমক রয়েছে হ্যাপি বার্থডে গানটির বাংলা সংস্করণ। যা করেছেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী নিজের ঘরে বসেই গানটি গুন গুন করছিলেন। সে সময়ে সামনে উপস্থিত মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গানটি গাইতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। ইন্দ্রনীল সেনও গানটি গেয়ে শোনান বাকিদের। ‘শুভ জন্মদিন’ গানটি তৈরি হওয়ার নেপথ্যে একটি গল্পও রয়েছে। জানা যায়, এর আগে মুখ্যমন্ত্রী স্কটল্যান্ড সফরে যাওয়ার সময় তৎকালীন মুখ্যসচিব মলয় দে’র জন্মদিন ছিল। সেই উপলক্ষ্যেই মুখ্যমন্ত্রী গানটি তৈরি করে ছিলেন। যা এবারের পুজোয় নতুন আঙ্গিকে শ্রোতারা শুনতে পাবেন।
Comments are closed.