১ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। বাকি আর মাত্র তিনদিন। কালই শেষ হচ্ছে দ্বিতীয় দফার প্রচার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে আজ হুইল চেয়ারে বসে রোড শো করছেন মমতা ব্যানার্জি। নন্দীগ্রামের ক্ষুদিরাম মোড় থেকে ১১ টায় রোড শো শুরু হয়েছে। প্রায় ৮ কিলোমিটার রোড শো করে পৌঁছবেন ঠাকুরচকে।
গতকালই নন্দীগ্রামে এসেছেন মুখ্যমন্ত্রী। রবিবার এক সাক্ষাৎকারে মমতা জানান, এবার নন্দীগ্রামের নির্বাচন নিয়ে বিশেষ নজর রেখেছেন তিনি। আরও জানান, অধিকারী পরিবারকে বিশ্বাস করে ঠেকেছেন। নন্দীগ্রামে এখনও অনেক উন্নয়ন প্রয়োজন। সেদিকেই নজর দেবে তৃণমূল সরকার।
রোড শো এর পর এদিন নন্দীগ্রামে পরপর তিনটি প্রচার সভা করবেন মমতা। দুপুর দেড়টায় ঠাকুরচক, দুপুর ২ টোয় বয়াল ২ নম্বর পঞ্চায়েতে এবং বিকেল সাড়ে ৩ টেয় আমদাবাদ হাইস্কুলের মাঠে। তবে এই তিন জনসভার আগে তিনি একটি রোড শো করবেন।
Comments are closed.