মা-মাটি-মানুষের নববর্ষের উপহার, আসানসোল-বালিগঞ্জের সাফল্য নিয়ে ট্যুইট মুখ্যমন্ত্রীর 

আসানসোল, বালিগঞ্জ, দুটি কেন্দ্রের উপনির্বাচনেই বাকিদের পেছনে ফেলে অনেকটা এগিয়ে তৃণমূল। এক কথায় বলতে গেলে বাবুল সুপ্রিয় এবং শত্রুঘ্ন সিনহার জয়ের আনুষ্ঠানিক ঘোষণা বাকি। আর এই দুই কেন্দ্রেই দলের ভালো ফলের জন্য ট্যুইটে করে ধন্যবাদ জানালেন তৃণমূল নেত্রী। 

শনিবার বেলা ১ টা নাগাদ ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন, আসানসোল এবং বালিগঞ্জের ভোটারদের ধন্যবাদ তৃণমূলে আস্থা রাখার জন্য। এই জয়কে আমরা নববর্ষের উপহার হিসেবে গ্রহণ করে নিলাম। আরেকবার তৃণমূলের উপর ভরসা রাখার জন্য প্রতিটি ভোটারকে স্যালুট জানাই।

 

উল্লেখ্য ১৮ রাউন্ড গণনা শেষে বালিগঞ্জের তৃণমূল প্রার্থী  বাবুল সুপ্রিয় পেয়েছেন ৪৮ হাজার ১০৯ টি ভোট, সিপিএম পেয়েছে  ৩০ হাজার ১৯০টি ভোট, বিজেপি ১২ হাজার ৩৫ টি ভোট এবং কংগ্রেস ৫ হাজার ১১৪ টি ভোট। 

এদিকে বাবুলের ছেড়ে যাওয়া আসানসোলে ২ লক্ষ ৩০ হাজারেরও  বেশি ভোটের ব্যবধানে এগিয়ে শত্রুঘ্ন সিনহা। আসানসোলে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। 

Comments are closed.