করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সমস্ত বিমান চলাচল বন্ধ করার আবেদন। রাজ্যে যেন কোনও বিমান না আসে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। প্রধানমন্ত্রীকে চিঠিতে আবেদন মমতা ব্যানার্জির।
চিঠিতে মুখ্যমন্ত্রী করোনা প্রতিরোধে রাজ্যে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানিয়েছেন। পাশাপাশি জানিয়েছেন, রেলও অপারেশন বন্ধ রেখেছে। এই পরিস্থিতিতে দুশ্চিন্তা বাড়িয়েছে বিমান চলাচল। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিমান চলাচল চালু থাকার ফলে রোগ প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিদ্র করা যাচ্ছে না। প্রকৃতভাবে কার্যকরী করা যাচ্ছে না সোশ্যাল ডিস্ট্যান্সিং।
এই অবস্থায় এই মুহূর্ত থেকে পশ্চিমবঙ্গে কোনও বিমান না ঢুকতে দেওয়ার নির্দেশ দিন প্রধানমন্ত্রী, চিঠিতে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।
Comments are closed.