কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকছেন না মমতা ব্যানার্জি। শুক্রবার দক্ষিণ ২৪ পরগণার সাগরে প্রশাসনিক বৈঠক চলাকালীন একথা জানান মুখ্যমন্ত্রী।
শুক্রবার ঘূর্ণিঝড় যশ দুর্গত এলাকায় ক্ষয়ক্ষতি পরিদর্শন শেষে উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জ-এ প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এরপর সেখান থেকে আকাশপথে দক্ষিণ ২৪ পরগণার দুর্গত এলাকা ঘুরে দেখেন তিনি। শেষে সাগরে জেলাশাসক, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে ক্ষয়ক্ষতি নিয়ে মিটিং করেন মুখ্যমন্ত্রী। এরপরেই কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা ছিল তাঁর।
উল্লেখ্য, বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার খবর প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রীর ওই মিটিং উপস্থিত থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরী হয়েছিল। শুভেন্দুকে নিয়ে অপ্পত্তির কথা জানিয়ে নবান্ন একটি চিঠিও দেয় প্রধানমন্ত্রীর দফতরে। নবান্নের বক্তব্য, শুভেন্দুর উপস্থিতিতে প্রশাসনিক বৈঠকে রাজনীতির রং লাগবে। কারণ হিসেবে বলা হয়, বিজেপি শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করলেও খাতায় কলমে এখনও উনি বিরোধী দলনেতা নন।
Comments are closed.