আলাদা দেখা করে প্রধানমন্ত্রীর হাতে যশের ক্ষয়ক্ষতির রিপোর্ট দিলেন মমতা
প্রশাসনিক বৈঠক শেষে দক্ষিণ ২৪ পরগণা যান, সেখানেও আকাশপথে এরিয়াল সার্ভে করেন। তারপর সাগরে একটি রিভিউ বৈঠক করেন। বৈঠক শেষে কলাইকুণ্ডায় পৌঁছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী
সারা রাজ্যে যশের তান্ডবে ২০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার রাজ্যের ক্ষয়ক্ষতির একটি বিস্তারিত রিপোর্ট কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। এদিন দিঘার প্রশাসনিক বৈঠক থেকে একথা জানালেন মমতা। সেই সঙ্গে তিনি আরও বলেন, সুন্দরবন এবং দিঘার উন্নয়নের জন্য আলাদা ভাবে ১০ হাজার কোটি করে সর্বমোট ২০ হাজার কোটি টাকা চাওয়া হয়েছে কেন্দ্রের কাছে। মমতার খোঁচা, জানি পাবো না, তবু চেয়ে রাখলাম।
পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন প্রথমে আকাশপথে উত্তর ২৪ পরগণার দুর্গত এলাকা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। এরপর হিঙ্গলগঞ্জ-এ একটি প্রশাসনিক বৈঠক করেন। আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন, পাশাপাশি বাঁধের ভাঙ্গন রুখতে ম্যানগ্রোভ গাছ লাগানোর ব্যাপারে জোর দেওয়ার কথা আর একবার বলেন মুখ্যমন্ত্রী।
প্রশাসনিক বৈঠক শেষে দক্ষিণ ২৪ পরগণা যান, সেখানেও আকাশপথে এরিয়াল সার্ভে করেন। তারপর সাগরে একটি রিভিউ বৈঠক করেন। বৈঠক শেষে কলাইকুণ্ডায় পৌঁছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। সেখানেই প্রধানমন্ত্রীর হাতে যশের ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট তুলে দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার কথা উল্লেখ করে একটি ট্যুইটও করেন মমতা। মুখ্যমন্ত্রী দিঘাকে সাজানোর জন্য মাস্টারপ্ল্যান চেয়েছেন মোদীর কাছে।
After having review meetings in Hingalganj & Sagar, I met the Hon’ble PM in Kalaikunda & apprised him regarding the post-cyclone situation in WB. The disaster report has been handed over for his perusal. I’ve proceeded now to review the relief & restoration work at Digha.
— Mamata Banerjee (@MamataOfficial) May 28, 2021
এরপর দিঘায় আরেকটি রিভিউ মিটিং করেন। দিঘার সমুদ্র উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিন দিঘাকে নতুনভাবে সাজানোর নির্দেশ দেন মমতা। এদিনের বৈঠকে দিঘা উন্নয়ন পর্ষদের সভাপতি করা হয় মুখ্যসচিব আলাপন ব্যানার্জিকে। তাঁর নেতৃত্বে সমস্ত কাজটি হবে বলে জানান মমতা।
শুক্রবার দিঘাতেই থাকবেন মুখ্যমন্ত্রী। শনিবার আকাশপথে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম সহ সংলগ্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখবেন। তারপর হেলিকপ্টারে কলকাতায় ফিরবেন মমতা।
Comments are closed.