তৃতীয়বার ক্ষমতায় ফিরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, শিল্পে বাংলাকে শীর্ষে নিয়ে যাওয়াই তাঁর সরকারের লক্ষ্য। বুধবার মোদীর সঙ্গে সাক্ষাৎ শেষে মমতার মুখে একই কথা শোনা গেল। রাজনৈতিক মত পার্থক্য থাকলেও এর প্রভাব যেন রাজ্যের উন্নয়নে না পড়ে। মুখ্যমন্ত্রী জানান, ২০ আর ২১ এপ্রিল বিশ্ব বাংলা শিল্প সম্মেলন আমন্ত্রণ জানানো হয়েছে মোদীকে। উদ্বোধন করতে হবে শিল্প সম্মেলনের, আমি অনুরোধ করেছি। উনি আমন্ত্রণ গ্রহণ করেছেন।
তিনি জানান, বাংলার জুট ইন্ড্রাস্ট্রি নিয়ে কথা হয়েছে। বাংলায় শিল্পের আরও উন্নতি কীভাবে করা যায়, সেই নিয়ে কথা বলেছি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার মোদীর সঙ্গে বৈঠকের পর মমতা আরও জানান,
মমতা জানান, আমফান, যশ সহ প্রাকৃতিক বিপর্যয়ে বাংলার বকেয়া টাকা বাকি। সেই নিয়ে আলোচনা করেছি। ৯৬ হাজার কোটির বেশি টাকা বাকি কেন্দ্রের কাছে। জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও বিএসএফ এক্তিয়ার বাড়ানোর বিরোধিতা নিয়ে কথা হয়েছে বলে জানান মমতা। তিনি বলেন, বিএসএফের গুলিতে মারা গেছে গরীব মানুষ। সীমান্ত সামলানো বিএসএফের কাজ।
আলোচনায় উঠে এসেছে কোভিড প্রসঙ্গ। মমতা বলেন, করোনার টিকা আরও দরকার। স্কুল কলেজ খুলে গেছে। ১২ থেকে ১৮ বছর বয়সীদের টিকা নিয়ে কথা হয়েছে। করোনা মোকাবিলায় আরও ভ্যাকসিন প্রয়োজন।
Comments are closed.