শুরু হয়েছে দুয়ারে ত্রান প্রকল্প। আর প্রথম দিন নিজের হাতে দুর্গতদের ত্রান তুলে দিলেন মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর সঙ্গী ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার আলিপুর ত্রান কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্তদের নিজের হাতে ত্রান তুলে দেন মমতা ব্যানার্জি।
২৮ তারিখ ঘূর্ণিঝড় যশের ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে দুয়ারে ত্রান প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়ে দিয়েছিলেন দুয়ারে ত্রান প্রকল্পের কাজ সরকারি আধিকারিকরা করবেন। কোনও পঞ্চায়েত অফিসের মারফত এই কাজ করা হবে না। সেইমত প্রকল্পের প্রথম দিন নিজের হাতে দুর্গতদের ত্রান তুলে দেন তিনি। মমতার অফিসিয়াল ফেসবুকে সেই ভিডিও শেয়ার করা হয়েছে।
জানানো হয়েছে, প্রথমে আবেদন, তারপর আবেদন পত্রের যাচাই। ১ জুলাই থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা।
প্রথম পর্যায়ে দক্ষিণ ২৪ পরগণা জেলায় ৩৪ টি ক্যাম্প তৈরি হয়েছে আবেদনপত্র গ্রহণের জন্য। ১৮ জুন পর্যন্ত আবেদন গ্রহণের প্রক্রিয়া চলবে।
এই ত্রান প্রকল্পে যশের দাপটে পুরো বাড়ি ক্ষতি হলে ২০ হাজার টাকা। আংশিক ক্ষতি হলে ৫ হাজার টাকা সাহায্য করা হবে। ফসলের ক্ষতি হলে কৃষক ১ হাজার থেকে আড়াই হাজার টাকা পাবে।
Comments are closed.