MAMATA INJURY: পুলিশি গাফিলতির অভিযোগ জানাতে কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল
প্রতিনিধি দলে পার্থ চ্যাটার্জি, ডেরেক ও’ব্রায়েন এবং চন্দ্রিমা ভট্টাচার্য
নন্দীগ্রামে আক্রান্ত মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত ছিল না। আজ বেলা ১২ টায় কমিশনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে থাকবেন পার্থ চ্যাটার্জি, ডেরেক ও’ব্রায়েন এবং চন্দ্রিমা ভট্টাচার্য।
পাল্টা তদন্তের দাবি তুলে বৃহস্পতিবারই কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপিও।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত নন্দীগ্রাম। বিরুলিয়া বাজারে তৃণমূল-বিজেপি বচসা শুরু হয়। বিজেপির দাবি নিজেদের লাগান খুঁটিতে আঘাত পেয়েছেন মমতা ব্যানার্জি।
জানা গিয়েছে নন্দীগ্রামের আমদাবাদে গাড়ি থামিয়েছিলেন মমতা ব্যানার্জি। মুহূর্তে সেখানে ভিড় জমে যায়। মমতা ব্যানার্জি গাড়ির সামনের সিট থেকে অর্ধেক বাইরে বেরিয়ে জনতাকে নমস্কার করছিলেন। সেই সময় রাস্তায় থাকা লোহার পিলারে ধাক্কা লাগে মুখ্যমন্ত্রীর গাড়ির দরজা। সেই ধাক্কার অভিঘাতে দরজা এসে লাগে মমতার গায়ে। কপাল ও পায়ে চোট পান মমতা ব্যানার্জি। পরে জানা যায় মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের গোড়ালি ও একই পায়ের পাতায় চিড় ধরেছে। এসএসকেএম সূত্রে খবর, মুখ্যমন্ত্রী বুকে ব্যথা ও শ্বাস কষ্টের কথা ডাক্তারদের জানিয়েছেন। আবার মমতা ব্যানার্জির ইসিজি করার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল টিম।
Comments are closed.