ভালো আছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চিকিত্সায় সাড়া দিচ্ছেন তিনি। তবে কবে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে, সেই বিষয় স্পষ্ট নয় এখনও। শুক্রবার মুখ্যমন্ত্রীর চিকিৎসার দায়িত্বধীন ৬ সদস্যের দল আলোচনায় বসে। আলোচনার পর চিকিৎসার ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ নেবেন তাঁরা। এসএসকেএম হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে মুখ্যমন্ত্রী যেসব সমস্যার সমস্যার কথা বলেছিলেন, তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে।
বৃহস্পতিবার হাসপাতাল থেকেই অসুস্থ মুখ্যমন্ত্রী ভিডিও বার্তায় জানান, আশা করছি ২-৩ দিনের মধ্যে কাজে ফিরতে পারব। হয়ত পায়ের কিছু সমস্যা থাকবে। কিন্তু হুইল চেয়ারে বসে আপনাদের সহযোগিতায় খুব শীঘ্রই কাজে ফিরে আসব। মুখ্যমন্ত্রী দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে জানান, আপনারা সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন। এমন কিছু করবেন না, যাতে অন্যের অসুবিধা হয়। সকলে শান্ত থাকুন, সংযত থাকুন, আবেদন করেন মমতা ব্যানার্জি। ওইদিনই হাসপাতালের মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে মমতার। তবে সোডিয়ামের অভাব আছে শরীরে।
বুধবার সন্ধ্যায় নন্দীগ্রামের বিরুলিয়ায় জন সংযোগে গিয়ে পায়ে চোট পান মুখ্যমন্ত্রী৷ গ্রিন করিডরে তাঁকে কলকাতার নিয়ে এসে ভর্তি করা হয় এসএসকেএমে। বাঁ পায়ের ‘টার্সাল বোন’-এ মারাত্মক চোট পান তিনি। এক্স-রে রিপোর্টে এই আঘাত ধরা পড়ে। শুধু তাই নয়, তৃণমূল সুপ্রিমোর এমআরআই রিপোর্টে জানা যায়, বাঁ পায়ের টার্সাল হাড়ের ভিতরের মজ্জাতেও রক্তক্ষরণ হয়েছে। এরপরই মমতার বাঁ পায়ে প্লাস্টার করেন চিকিৎসকরা। একাধিক শারীরিক পরীক্ষা করা হয়৷ সিটি স্ক্যানও করা হয়৷ সিটি স্ক্যানে কিছু সমস্যাও পাওয়া যায়৷
Comments are closed.