বিজেপির ঔদ্ধত্যের জবাব দিয়েছেন মানুষ, ৩ কেন্দ্রে জিতে প্রতিক্রিয়া মমতার

এক, দুই, তিন, বিজেপিকে বিদায় দিন। রাজ্যের তিন উপনির্বাচন কেন্দ্রে তৃণমূলের জয়ে এভাবেই প্রাথমিক প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সেই সঙ্গে বললেন, বিজেপির অহংকার এবং ঔদ্ধত্যের জবাব দিয়েছেন ৩ কেন্দ্রের মানুষ।
উত্তরবঙ্গের কালিয়াগঞ্জ থেকে দক্ষিণবঙ্গের খড়গপুর ও করিমপুরের উপনির্বাচনের ফলাফল নিয়ে উচ্ছ্বসিত মমতা। তিন কেন্দ্রেই তৃণমূলের জয়লাভের খবরে ট্যুইটারে প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী। নাম না করে বিজেপিকে নিশানা করে মাইক্রোব্লগিং সাইটে তাঁর বার্তা, ঔদ্ধত্যের সংস্কৃতি বাংলায় চলে না। বাংলার সংস্কৃতি হল সৌজন্যের। মমতার কটাক্ষ, অহংকারের ফল পাচ্ছে বিজেপি। এই প্রথম খড়গপুর এবং কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছে তৃণমূল। তা নিয়ে বিশেষ উচ্ছ্বাস প্রকাশ করেন তৃণমূল নেত্রী। তাঁর বার্তা, এই জয় মানুষ ও উন্নয়নের জয়। সংখ্যালঘু, আদিবাসী, রাজবংশী, সব ধর্ম-সম্প্রদায়ের মানুষ তৃণমূলকে ঢেলে ভোট দিয়েছেন বলে জানান মমতা ব্যানার্জি।

 

Comments are closed.