দিঘা থেকে ৩২০ কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড় যশ। মঙ্গলবার যশ নিয়ে দ্বিতীয় সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, এখনও পর্যন্ত ১১ লক্ষ মানুষকে ত্রাণ শিবিরে এনে রাখা হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সংখ্যাটা আরও বাড়বে বলে জানান তিনি। বুধবার রাজ্যবাসীকে বাড়িতে থাকার কোথা বলেছেন মমতা।
পাশাপাশি এদিন ফের একবার রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, জেলাশাসক থেকে শুরু করে পুলিশ সুপার, এসডিও, বিডিও, পুলিশকর্মী, সিভিক ভলেন্টিয়ার সকলেই প্রস্তুত রয়েছেন।
যশ পরবর্তী উদ্ধারকাজের জন্য ইতিমধ্যেই দিঘায় পৌঁছে গিয়েছে সেনা।
অন্যদিকে বুধবার ঘূর্ণিঝড় সংক্রান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে অলিপুরে আবহাওয়া দফতরে যান রাজ্যপাল জাগদীপ ধনখড়। সেখান থেকে তিনি যান নবান্নে। নবান্নে তাঁকে মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিব স্বাগত জানান। যশ নিয়ে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের শেষে রাজ্যপাল ট্যুইটে যশ মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকার প্রশংসা করেন। বলেন, রাজ্য এবং কেন্দ্র যেভাবে একযোগে বিপর্যয় মোকাবিলায় কাজ করছে তা প্রশংসনীয়। কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ বসে প্রস্তুতি খতিয়ে দেখেন রাজ্যপাল।
Comments are closed.