৩৭০ ধারা প্রত্যাহারে পর থেকে টানা ৫ মাসেরও বেশি সময় গৃহবন্দি জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বাজপেয়ী সরকারের মন্ত্রী ওমর আবদুল্লা। সম্প্রতি ইন্টারনেট সংযোগ চালু হওয়ার পর প্রকাশ্যে এসেছে তাঁর একটি ছবি। এবার সেই ছবি ট্যুইট করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন, ওমরের জন্য দুঃখ লাগছে।
শনিবার বিকেলে মমতা নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে দাঁড়িওয়ালা এক ব্যক্তির ছবি ট্যুইট করেন। ছবিটি ভালোমতো দেখলে বোঝা যায়, সেটি জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ছবি। মমতা লেখেন, এই ছবিতে আমি ওমরকে চিনতে পারছি না। আমার খুব দুঃখ লাগছে। এটা দুর্ভাগ্যজনক যে আমাদের গণতান্ত্রিক দেশে এরকম ঘটে চলেছে। এর শেষ কোথায়?
দীর্ঘদিন স্তব্ধ থাকার পর সম্প্রতি ইন্টারনেট পরিষেবা খুলে দেওয়া হয়েছে কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে। তারপরই ওমর আবদুল্লার সেই ছবি প্রকাশ্যে আসে। মুহূর্তে তা ভাইরাল হয়। সেই ছবিটিই ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
Comments are closed.