রাজ্যপালের দাদার জন্মদিনে নিমন্ত্রণ, আগামী মাসে চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী 

রাজ্যপাল লা গিনেশনের দাদার জন্মদিন। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, আগামী ২ নভেম্বর সেই অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাই যাচ্ছেন তিনি। নবান্ন সূত্রে খবর, ২ নভেম্বর গিয়ে ৩ তারিখেই আবার কলকাতা ফিরে আসবেন তৃণমূল নেত্রী। শুধু জন্মদিনের অনুষ্ঠানেই যোগ দিতে যাচ্ছেন। তাঁর এই সফরে কোনও রাজনৈতিক কর্মসূচি থাকছে না বলেই খবর। 

কালীপুজোর দিন মুখ্যমন্ত্রীর বাড়িতে সসস্ত্রীক উপস্থিত ছিলেন রাজ্যপাল। জানা গিয়েছে, তৃণমূলনেত্রীর ব্যবহার রাজ্যপাল বেশ আপ্লুত। এমনকী মুখ্যমন্ত্রীর বাড়ি দেখে নাকি রীতিমতো অবাক হয়েছেন তিনি। একজন মুখ্যমন্ত্রী হয়ে এত ছোট বাড়িতে কীভাবে থাকেন, তাও নাকি তৃণমূল নেত্রীর কাছে জানতে চেয়েছেন। কালীপুজোর দিনই নাকি মুখ্যমন্ত্রীকে নিজের দাদার জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে ছিলেন রাজ্যপাল। সেই মতোই ২ নভেম্বর চেন্নাই যাচ্ছেন মমতা ব্যানার্জি। 

জন্মদিনের অনুষ্ঠানে দেশের তাবড় তাবড় রাজনীতিক উপস্থিত থাকতে পারে বলে খবর। উপস্থিত থাকতে পারেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও। প্রসঙ্গত, প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে তৃণমূলের সম্পর্ক নিয়ে এখনও রাজনৈতিক মহলে চর্চা হয়। একাধিক বার রাজ্যপাল বনাম মুখ্যমন্ত্রীর তরজায় তেঁতে উঠেছে বাংলার রাজনীতি। সেই দিক থেকে এখনও বর্তমান রাজ্যপালের সঙ্গে তৃণমূলনেত্রীর সম্পর্ক বেশ তাৎপর্যপূর্ণ বলেই অনেকে মনে করেছেন। 

Comments are closed.