দেবশ্রী রায়ের বিরুদ্ধে আপনাদের ক্ষোভ ছিল, তাই ওঁকে এবার প্রার্থী করিনি। রায়দিঘির জনসভা থেকে বললেন মমতা ব্যানার্জি। জানান, যিনি এখানকার এখন বিজেপি প্রার্থী তিনি টিকিট চেয়েছিলেন, কিন্তু দিইনি বলে বিজেপিতে চলে গেছেন।
এ মাসেই তৃণমূল ছেড়েছেন দেবশ্রী। দীর্ঘদিন ধরে তৃণমূলের কোনও কর্মসূচিতে দেখা যায়নি রায়দিঘির দু’বারের তারকা বিধায়ককে।
শনিবাসরীয় প্রচারে মুখ্যমন্ত্রী ৪টি জনসভা ও ১টি রোড শো করার কথা। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, কুলপি, ক্যানিং পশ্চিমের পর দলনেত্রীর সভা হুগলির তারকেশ্বরে।
রায়দিঘির জনসভা থেকে মমতার মুখে শোনা গিয়েছে নন্দীগ্রামের কথা। বলেন, নন্দীগ্রামে আমার ভোট হয়ে গেছে। আমার পক্ষে ভালোই ভোট হয়েছে। পুলিশের পোশাক পরে বহিরাগতরা ভোটারদের ভয় দেখাচ্ছে। কিন্তু নন্দীগ্রামের মানুষ বহিরাগতদের রুখে দিয়েছে। অভিযোগ মমতা ব্যানার্জির। নাম না করে মুখ্যমন্ত্রী আব্বাস সিদ্দিকিকে উদ্দেশ্য করে বলেন, হায়দরাবাদ থেকে একজনকে বন্ধুকে নিয়ে এসেছে বিজেপি। ফুরফুরা শরিফের চ্যাংরাটা হিন্দু-মুসলিম ভোট ভাগাভাগি করছে। কোটি কোটি টাকা খরচ করছে।
মুখ্যমন্ত্রী মেনে নেন, আমফানের ত্রাণ বিলি নিয়ে দু-একটা সমস্যা হয়েছে। কেউ কেউ বঞ্চিত হয়েছেন। কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সব মিটিয়ে দেব। বলেন মমতা ব্যানার্জি।
Comments are closed.