গিয়েছিলেন সাওয়ারী হয়ে, ফেরার পথে চালকের আসনে মমতা ব্যানার্জি। নবান্ন থেকে বিদ্যাসাগর সেতুর প্রায় মাঝমাঝি পর্যন্ত পুলিশ কর্মীদের সাহায্যে নিজেই ইলেকট্রিক স্কুটার চালিয়ে এলেন মুখ্যমন্ত্রী। প্রথমে ফিরহাদ হাকিমও তাঁকে স্কুটার চালাতে সাহায্য করেন।
পেট্রলের দাম বৃদ্ধির প্রতিবাদে স্কুটার চেপে মমতার নবান্ন যাত্রার সাক্ষী ছিল গোটা রাজ্যবাসী। ফেরার পথে আবারও এক অভিনব দৃশ্য দেখল শহর কলকাতা। অভ্যাস না থাকায় চালাতে অসুবিধা হলেও হাল ছাড়তে নারাজ মুখ্যমন্ত্রী। মমতার এদিনের স্কুটার চালানোর দৃশ্য মনে করিয়ে দিল বিরোধী নেত্রীর সেই চির পরিচিত হার না মানা মনভাব। রাজ্যের প্রশাসনিক প্রধানকে সাধারণ নাগরিকের মত এভাবে স্কুটার চালাতে দেখে রাস্তার দু’ধারে ভিড় জমে যায়।রাস্তায় দাঁড়িয়ে অনেকেই ফ্রেমবন্দি করছেন তৃণমূল নেত্রীর এই অভিনব প্রতিবাদের ভাষা।
Comments are closed.