বাজেট পেশ মুখ্যমন্ত্রীর, দেখে নিন কোথায় কত বরাদ্দ, নতুন কী?

প্রায় ৩ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ

প্রায় ৩ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাজেটে মুখ্যমন্ত্রীর ঘোষণা ৩ বছর অন্তর স্বাস্থ্যসাথী কার্ডের রিনিউ হবে, বরাদ্দ ১৫০০ কোটি টাকা।

“দুয়ারে সরকার”, “পাড়ায় সমাধান” কর্মসূচি বছরে দুবার। মোট ১০ কোটি মানুষ স্বাস্থ্য সুরক্ষার আওতায়।

পার্শ্বশিক্ষকদের জন্য ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি। বরাদ্দ ১০০ কোটি টাকা।

আগামী ৫ বছরের মধ্যে ৪৬ হাজার কিমি নতুন গ্রামীণ রাস্তা।

কলকাতা থেকে বাসন্তী ৪ লেনের রাস্তা। টালা থেকে ডানলপ ৬ লেনের উড়ালপুল।

বাইপাস থেকে নিউটাউন পর্যন্ত উড়ালপুল। গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত উড়ালপুল।

রুবি মোড়, কালিকাপুর মোড়, বালিগঞ্জ, পার্ক সার্কাসে স্কাই ওয়াক।

২০২১ সালের ৩০ জুন পর্যন্ত যাত্রী পরিবহণে রোড ট্যাক্স মকুব।

তাজপুরে গভীর সমুদ্র বন্দর। পুরুলিয়ার রঘুনাথপুরে শিল্পনগরী। অন্ডালে আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য ২ হাজার কোটি টাকা বরাদ্দ।

নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেতাজি যোজনা কমিশন। বরাদ্দ ৫০০ কোটি টাকা । নিউটাউনে নেতাজীর স্মারক।

কলকাতা পুলিশের নতুন নেতাজি ব্যাটিলিয়নের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ।

আগামী ৩ বছরে পুলিশ ও প্রশাসনে সব শূন্যপদ পূরণ।

২০২১-র পরেও চালু থাকবে বিনামূল্যে রেশন ব্যবস্থা।

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী অর্থবর্ষ থেকে বছরে ৯ লক্ষ দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে ট্যাব বিতরণ। ৯০০ কোটি টাকা বরাদ্দ।

যুবশক্তি প্রকল্পে ১০ হাজার পড়ুয়াকে প্রতি ২ বছরে সরকারি অফিসে ইনটার্নশিপের সুযোগ, বরাদ্দ ২০ কোটি টাকা।

Comments are closed.