বাংলাতেও পুজো হয় ১৪৪ ধারা জারি হয়না, অভিষেককে আটকাতে ষড়যন্ত্র, ইকবালরের সভা থেকে বললেন মমতা ব্যানার্জি
এখনেও পুজো হয়, ১৪৪ ধারা জারি হয়না। একবালপুরের সভা থেকে জানালেন মমতা ব্যানার্জি। ভবানীপুরের ভোটের জন্য এই প্রথম জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সভা থেকে মমতা জানান, একুশের ভোটের আগে ডেইলি প্যাসেঞ্জার করেছে বিজেপি নেতারা। আর বিজেপি শাসিত ত্রিপুরার গেলে বাধা দেওয়া হচ্ছে অভিষেকদের। ষড়যন্ত্র করে ১৪৪ ধারা জারি করা হচ্ছে। ত্রিপুরায় থানা থেকে বেরোতেই দেয়নি অভিষেককে। এদিন হুঁশিয়ারি দিয়ে মমতা জানান, সারা ভারতবর্ষে জায়গা করে নেবে তৃণমূল কংগ্রেস। এদিন মমতা বলেন, আমার ভাগ্যে লেখা ছিল ভবানীপুর থেকে লড়াই করব। তাই লড়াই করতে হচ্ছে।
কোভিড ভ্যাকসিনেশনের সার্টিফিকেটে মোদীর ছবি নিয়ে প্রশ্ন তোলেন মমতা। বলেন কোভিডের সার্টিফিকেটে মোদীর ছবি থাকলে কোভিডের কারণে ডেথ সার্টিফিকেটে মোদীর ছবি থাকবে না কেন?
Comments are closed.