জ্বালানির দামে নাভিশ্বাস আমজনতার। পেট্রল-ডিজেলের উপর কম রাজস্ব নিন। এই আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চিঠিতে তিনি লিখেছেন, মে মাসে ৮ বার এবং জুন মাসে ৬ বার মুল্যবৃদ্ধি হয়েছে।
শুধু চিঠিই নয়, পথে নেমে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। আগামী ১০ ও ১১ জুলাই রাজ্য জুড়ে চলবে প্রতিবাদ। জানিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জি।
সোমবার বিকেলে তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলে যোগ দেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জির ছেলে তথা জঙ্গিপুরে কংগ্রেসের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখার্জি। সেখানে একটি সাংবাদিক বৈঠক করেন পার্থ চ্যাটার্জি। তিনি জানান, দেশ জুড়ে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম রোজ বাড়ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে না কেন্দ্র। তাই ১০ ও ১১ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত করোনা বিধি মেনে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূল। তিনি বলেন, এরআগে অনেকবার কেন্দ্রের কাছে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু তাতে আমল দেয়নি মোদী সরকার। তাই এবার রাস্তায় নেমে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হবে। তবে পুরো প্রতিবাদ কর্মসূচি কোভিড প্রটোকল মেনেই করা হবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, বাংলার বেশিরভাগ জেলায় সেঞ্চুরি করে ফেলেছে পেট্রোলের দাম। সেই পথেই হাঁটছে ডিজেলের দাম। রান্নার গ্যাসের দাম দুদিন দিন আগেই ফের বেড়েছে। এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া।
Comments are closed.