কেন্দ্রের স্বীকৃতি পাওয়া বাংলার বাড়ি প্রকল্পে ব্যবহার করা হবে মমতা ব্যানার্জির হাতে আঁকা লোগো  

বাংলার বাড়ি প্রকল্পে ব্যবহার করা হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে আঁকা লোগো। আর সেই লোগো মুখ্যমন্ত্রীর হাতেই উদ্বোধন করার কথা ভাবছে পুর ও নগরোন্নয়ন দফতর। কিন্তু ভবানীপুরের উপনির্বাচনের জন্য এখনই সেই লোগোর উদ্বোধন করতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে লোগোটি কবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে, তা এখনও জানা যায়নি।

গরিব মানুষদের জন্য এই প্রকল্পে তৈরি বাড়ির দরজায় পুর ও নগরোন্নয়নের দফতর থেকে বসানো হবে এই লোগো। কেন্দ্রের তরফে আগেই সেরার স্বীকৃতি পেয়েছে বাংলার বাড়ি প্রকল্প। এবার সেই প্রকল্পেই থাকছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে আঁকা ছবি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরেই জনপ্রিয় হয়ে উঠেছে বাংলার বাড়ি প্রকল্প। রাজ্যজুড়ে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে মোট ৫০ হাজার বাড়ি তৈরি করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। বাড়িগুলি তৈরি করতে খরচ হবে ৩ লক্ষ ৬৮ হাজার টাকা। কেন্দ্র সরকার দেবে দেড় লক্ষ টাকা। রাজ্য সরকার ৫ লক্ষের কম জনসংখ্যার শহর অর্থাৎ ছোট পুরসভার বাসিন্দাদের জন্য খরচ করবে ১ লক্ষ ৯৩ হাজার টাকা। বড় পুর শহরের বাসিন্দাদের জন্য খরচ হবে ১ লক্ষ ৮৩ হাজার টাকা। বাকি টাকা দিতে হবে মালিককে।

২০১৫-১৬ আর্থিক বছর থেকে চালু এই কেন্দ্রীয় প্রকল্পে ইতিমধ্যেই রাজ্যে ১ লক্ষ ৫৩ হাজার বাড়ি তৈরি হয়েছে। এখনও চলছে ২ লক্ষ ৫৩ হাজার বাড়ি তৈরির কাজ।

Comments are closed.