গত ১২ জুলাই মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম দাস খুন হন। শুক্রবার খুনের নেপথ্যে মূল চক্রীকে দিল্লি থেকে গ্রেফতার করল সিআইডি হোমিসাইড শাখার আধিকারিকরা। ধৃতের নাম শেখ রাজু।
ধৃতকে দিল্লি আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে আনা হবে কলকাতায়। ইতিমধ্যেই শেখ রাজুকে গ্রেফতার করে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সিআইডিকে অভিযুক্ত জানিয়েছেন, পাঁচ লক্ষ টাকা দিয়ে ভাড়াটে খুনি নিয়োগ করে তিনই খুন করিয়েছেন তৃণমূল নেতাকে।
সিআইডি সূত্রে খবর, শেখ রাজু ইটভাটার ব্যবসার সঙ্গে জড়িত। ঠিক কী কারণে তৃণমূল নেতাকে খুন করা হয়েছে তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। এই ঘটনার নেপথ্যে আরও কে কে জড়িত তাও সন্ধান করেছে সিআইডি।
তৃণমূল নেতার খুনের পরেই গা ঢাকা দেন অভিযুক্ত। সিআইডি সূত্রে খবর, নিজের ফোনও ব্যবহার করতেন না তিনি। পরিচিত একজনের ফোন নিয়ে কথা বলতেন। সিআইডি আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে সেই পরিচিতের ফোনের লোকেশন ট্রেস করে। সেখান থেকেই জানা যায় দিল্লিতে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন শেখ রাজু। শুক্রবার সকালেই অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে সিআইডির হোমিসাইড শাখার গোয়েন্দারা।
গত ১২ জুলাই সন্ধ্যা বেলা মঙ্গলকোটে খুন হন তৃণমূল নেতা অসীম দাস। সিউড়ি মোড়ে তাঁর পথ আটকে এলোপাথরি গুলি চালায় দুষ্কৃতীরা। তৃণমূল নেতা খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার তদন্তে নেমে জেলা পুলিশ দু’জনকে গ্রেফতার করে। এরপর তদন্তভার হাতে নেয় সিআইডি।
Comments are closed.