হাসপাতাল, নার্সিংহোমের লাগামছাড়া খরচের হাত থেকে মুক্তি দিতে স্বাস্থ্যসাথী প্রকল্পের সূচনা করেছে রাজ্য সরকার। যদিও তারপরেও এই কার্ড নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। যার নিষ্পত্তি করতে এবার আরও কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলছে স্বাস্থ্যদপ্তর। স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, সম্প্রতি দেখা গিয়েছে বেশ কিছু নার্সিংহোম স্বাস্থ্যসাথীর কার্ড ব্যবহার করে লাগামছাড়া বিল করছে। যার জেরে অনেকেই স্বাস্থ্যসাথীর সম্পূর্ণ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। স্বাস্থ্যদফতরের কর্তারা জানান, এই সমস্ত নার্সিংহোমকে চিহ্নিত করা শুরু হয়েছে। শীঘ্রই অভিযুক্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে কয়েকটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্যসাথী কার্ড না নেওয়ার অভিযোগ আসে। কয়েকদিন আগেই স্বাস্থ্যদপ্তরের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, স্বাস্থ্যসাথী কার্ড ফেরালে নার্সিংহোমের লাইসেন্স পর্যন্ত বাতিল করতে পারে সরকার। আর এবার স্বাস্থ্যসাথী নিয়ে আরও কড়া হলো রাজ্য সরকার।
উল্লেখ্য, রোগী স্বার্থে বেসরকারি হাসপাতালগুলির জন্য বেশ কিছু নির্দেশিকাও জারি করা হয়। স্বাস্থ্যদপ্তরের এক আধিকারিকের কথায়, স্বাস্থ্যসাথী কার্ড যাঁদের রয়েছেন তাঁরাও যাতে বাকিদের মতো একই পরিষেবা পান, সে বিষয়টি নিশ্চিত করতে উদ্যোগী রাজ্য সরকার
Comments are closed.