নবান্ন অভিযানে DYFI এর ছাত্র মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মৌলালি চত্বর। সোমবার সকালে নবান্ন অভিযানে যোগদানকারী DYFI-এর সদস্য মইদুল ইসলাম মিদ্যা ক্যামাক স্ট্রিটের এক নার্সিংহোমে মারা যান। পুলিশের মারে মইদুলের মৃত্যুর অভিযোগ এনে রাজ্যজুড়ে থানা ঘেরাওয়ের ডাক দেয় DYFI এবং SFI-এর কর্মীরা। এরইমধ্যে মৌলালিতে দীনেশ মজুমদার ভবনের সামনে DYFI এবং SFI-এর কর্মীরা জমায়েত করলে পুলিশ গিয়ে কটুক্তি করে বলে অভিযোগ।
পুলিশের সঙ্গে বাম যুব কর্মীদের হাতাহাতি শুরু হয়। পুলিশ কর্মীদের মারধর করে পোশাক ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। বাম ছাত্র যুব সংগঠনের দাবি, পুলিশ তাঁদের লক্ষ্য করে কটূক্তি করেছে, তাঁরা না থাকলে পুলিশের অবস্থা আরও খারাপ হত বলে দাবি করেন SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। অবরুদ্ধ হয়ে পড়ে এজেসি বোস রোড। এলাকা ছেড়ে চলে যান পুলিশকর্মীরা।
জানা গিয়েছে, মৃত মইদুল ইসলাম মিদ্যার ময়নাতদন্তের পর তাঁকে নিয়ে আসার কথা দীনেশ মজুমদার ভবনে। এদিন ময়নাতদন্তের জন্য মৃতদেহ পুলিশ মর্গে নিয়ে যাওয়া হলে সেখানেও বিক্ষোভ দেখান বাম কর্মীরা।
Comments are closed.