পুজোর আগেই কলকাতার বেহাল রাস্তা সারাইয়ের নির্দেশ মেয়র ফিরহাদ হাকিমের

এবার কলকাতার বেহাল রাস্তা সারাই করতে উদ্যোগী হলেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতার মাসিক অধিবেশনে সড়ক বিভাগের আধিকারিকদের বেহাল রাস্তা সারাইয়ের সময়সীমা বেঁধে দিলেন তিনি। ২০ সেপ্টেম্বরের মধ্যে সারিয়ে ফেলতে হবে সব খারাপ রাস্তা। মঙ্গলবার কলকাতার মাসিক অধিবেশনে সড়ক আধিকারিকদের বেহাল রাস্তা সারাইয়ের নির্দেশ দেন তিনি।

জানা গিয়েছে, অধিবেশনে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ২০ সেপ্টেম্বর তিনি নিজে কলকাতার বেহাল রাস্তা ঘুরে দেখবেন। কতটা কাজ হয়েছে, তা নিজে খতিয়ে দেখবেন ফিরহাদ হাকিম বলেই জানা গিয়েছে। কোথাও যদি কাজ বাকি থাকে, তবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জানা গিয়েছে অধিবেশনে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ডাঃ কাকলি সেন ওই ওয়ার্ডের বিভিন্ন রাস্তা খারাপ থাকার কথা জানান। তিনি অভিযোগ করেন, কেএআইআইপির কাজের জন্য রাস্তা খোঁড়া হয়েছে। কিন্তু এরপর আর রাস্তা সারাই করা হয়নি। এরপরে মেয়র ফিরহাদ হাকিম জানান, পুজোর আগেই শহরের রাস্তা সারাই করা হবে। তিনি সড়ক বিভাগের আধিকারিকদের রাস্তা সারাইয়ের নির্দেশ দেন। অক্টোবর মাসেই পুজো। তাই তিনি সেপ্টেম্বর মাসের মধ্যেই শহর কলকাতার বেহাল রাস্তা সারাই করার নির্দেশ দেন। বলেন, ২০ সেপ্টেম্বরের মধ্যে বেহাল রাস্তা সারাই করে ফেলতে হবে। এরপর আমি নিজে ঘুরে ঘুরে দেখবো। যেসব রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকবে, সেই বিষয়ে পরে পদক্ষেপ নেওয়া হবে।

Comments are closed.