জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয়ে গোটা রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ জনের। এবার মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণের দেবে রাজ্য সরকার, এই ঘোষণা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ক্ষতিপূরণ ঘোষণার পাশাপাশি এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ২৯ জনের মৃত্যু দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। জুনিয়র ডাক্তারদের দীর্ঘ কর্মবিরতির জেরে স্বাস্থ্য ব্যবস্থা ভীষণ ভাবে ধাক্কা খেয়েছে।
অচলাবস্থা কাটাতে গত তিন দিন জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের জন্য অপেক্ষা করেছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার জুনিয়র ডাক্তাররা বৈঠকের লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড় থাকায় ভেস্তে গিয়েছিল বৈঠক। সর্বোচ্চ আদালতের অবস্থানকে সামনে রেখেই জুনিয়র ডাক্তারদের আলোচনার আমন্ত্রণ জানিয়েছিল রাজ্য।
আন্দোলনকারীদের সঙ্গে ভবিষ্যতে আলোচনা হলে, তাতে রাজ্যের তরফে থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এবং ডিজিপি রাজীব কুমার। তবে আগামী তিন দিন সরকারি ছুটি। সেই ক্ষেত্রে আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত শুনানির আগে আদৌও আর আলোচনায় বসার কোনও সুযোগ হবে কি না, তা নিয়েও জোর আলোচনা শুরু হয়েছে।
Comments are closed.