পেট্রোল-ডিজেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে দাম দাম বাড়ল নিত্যপ্রয়োজনীয় ওষুধের। ১ এপ্রিল থেকে ৮০০ টি ওষুধের দাম বেড়ে গেল। জ্বর, হৃদরোগ, হাই ব্লাড প্রেশার, চর্মরোগের মতো ওষুধগুলিওলর দাম বেড়েছে। দাম বেড়েছে প্যারাসিটামলের। অ্যান্টিবায়োটিক ওষুধের দামও বেড়েছে।
কোভিডের পর ওষুধের দাম বাড়ানোর দাবি করছিল ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি। সেই দাবি মেনে বেশ কিছু ওষুধের দাম বাড়ানো হয়। প্যারাসিটামল 650-এর ১৫ টি ট্যবলেটের পাতার এখন দাম ৩০.৯১ টাকা। ১০ শতাংশ দাম বৃদ্ধির পর এই ওষুধের পাতার দাম হবে ৩৪ টাকা। গত ১০ দিন ধরে ক্রমাগত বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। দাম বেড়েছে রান্নার গ্যাস ও বাণিজ্যিক গ্যাসের। এবার সেই তালিকায় যোগ হল ওষুধ।
Comments are closed.