মেগা স্টেশন কবি সুভাষ থেকেই জুড়বে বারুইপুরে যাওয়ার মেট্রো লাইন

কলকাতা মেট্রোতে কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত লাইনে ট্রেন চালু করার অনুমতি দিয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটি। এই অংশটিকে অরেঞ্জ লাইন বলা হয়। কবি সুভাষ স্টেশন থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো চলার পাশাপাশি নিউ গড়িয়া থেকে বিমানবন্দর রুটে মেট্রোকে জুড়বে কবি সুভাষ মেট্রো স্টেশন।

 

সূত্রের খবর ভবিষ্যতে বারুইপুরের দিকে মেট্রো রেলের রুট করা হবে। সেটিও শুরু হবে কবি সুভাষ স্টেশন থেকে। নিউ গড়িয়া স্টেশনের কাছে কবি সুভাষ স্টেশন হয়ে শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ডহারবার, ক্যানিং, নামখানার মতন জায়গায় নিত্যযাত্রীরা সহজেই মেট্রোতে যাতায়াত করতে পারবেন। এছাড়াও কবি সুভাষ মেট্রো স্টেশনে থাকবে পর্যাপ্ত সংখ্যক টিকিট কাউন্টার, মহিলা-পুরুষ ও বিশেষ সক্ষমদের জন্য পৃথক শৌচাগার, যাত্রীদের বসার জায়গা ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা।

কলকাতা মেট্রোর যে ৬ টি লাইন তৈরির পরিকল্পনা রয়েছে, এরমধ্যে এসপ্ল্যানেড এবং কবি সুভাষ স্টেশনকে মেগা স্টেশন হিসেবে বেছে নিয়েছে মেট্রো কর্তারা। কারণ এই স্টেশনই কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন ও ব্লু লাইন স্টেশনকে জুড়েছে। অন্যদিকে কলকাতা মেট্রোর আরেকটি মেগা স্টেশন এসপ্ল্যানেডে কলকাতা মেট্রোর ব্লু, গ্রিন আর পার্পল লাইনকে জুড়েছে।

Comments are closed.