মেট্রোর দরজা হাত দিয়ে আটকানোর চেষ্টা করলে জরিমানা ৫০০ টাকা

গত শনিবারই পার্ক স্ট্রিটে চলন্ত মেট্রোর দরজায় হাত আটকে মর্মান্তিক মৃত্যু হয় সজল কাঞ্জিলাল নামে এক ষাটোর্ধ্ব ব্যক্তির। তাঁর মৃত্যুর ঘটনায় মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। এই প্রেক্ষিতে কড়া নিয়ম আনল মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর দরজা বন্ধের সময় তা বাধা দেওয়ার চেষ্টা করলে এবার জরিমানা ধার্য করা হচ্ছে। মেট্রোর দরজা বন্ধের সময় হাত, পা, ব্যাগ ইত্যাদি দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে ৫০০ থেকে ১ হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। অপরাধ গুরুতর প্রমাণিত হলে ৬ মাসের জেলও হতে পারে। রেলওয়ে অ্যাক্ট অনুযায়ী সেই ব্যবস্থা নেবে মেট্রো কর্তৃপক্ষ। কোনও যাত্রী নিয়ম ভেঙে মেট্রোতে ওঠার চেষ্টা করছেন কিনা তা নজরে রাখতে আরপিএফকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে স্টেশন ম্যানেজারের ঘর থেকেও নজরদারি করা হবে।
অনেক সময় দেখা গিয়েছে, মেট্রোর দরজা বন্ধ হওয়ার মুখে অনেকেই তড়িঘড়ি ট্রেনে উঠতে গিয়ে স্বয়ংক্রিয় দরজা আটকানোর চেষ্টা করেন। দরজা আটকাতে কেউ হাত, পা বা সঙ্গে থাকা ব্যাগ এগিয়ে দেন। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য জরিমানার রাস্তায় হাঁটছে মেট্রো কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যে নাগাদ পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে কবি সুভাষগামী ট্রেনে ওঠার সময় সজল কাঞ্জিলাল নামে এক ব্যক্তির হাত দরজায় আটকে যায়। তাঁর শরীর তখনও ছিল ট্রেনের বাইরে। অভিযোগ, দরজার সেন্সর কাজ করেনি। ওই অবস্থাতেই চলতে শুরু করে ট্রেন। এরপর টানেলে ঢোকার পর দেওয়ালে ধাক্কা লেগে থার্ড লাইনে ছিটকে পড়েন কসবার বাসিন্দা সজল কাঞ্জিলাল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এমন দুর্ঘটনা যাতে ভবিষ্যতে এড়ানো যায় তার জন্য কড়া পদক্ষেপ করছে মেট্রো কর্তৃপক্ষ।

Comments are closed.