বছরের শুরুতেই কলকাতাবাসীর জন্য সুখবর। আগামী ৩ মাসের মধ্যে চালু হচ্ছে আরও একটি মেট্রো পরিষেবা। জোকা-তারাতলা মেট্রো পরিষেবা চালু হওয়ার বিষয়ে সবুজ সংকেত পাওয়া গেল।
কয়েকমাস আগে থেকেই শোনা যাচ্ছিল বছর শেষেই যাত্রী পরিষেবা চালু হবে জোকা-তারাতলা মেট্রোতে। এবার এই বিষয়ে সবুজ সংকেত দিল রেলওয়ে সেফটি কমিশন। কিন্তু নতুন বছরের শুরুতেই পরিষেবা পাওয়া যাবে। তবে এইক্ষেত্রে বেশকিছু শর্ত দেওয়া হয়েছে। তবে মেট্রো আধিকারিকরা মনে করছেন, যেসব শর্ত দেওয়া হয়েছে তা নিয়েই চালু করা যাবে যাত্রী পরিষেবা। কবে থেকে শুরু হবে পরিষেবা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে মেট্রো কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ১০ নভেম্বর রেলয়ে সেফটি কমিশন জোকা-তারাতলা মেট্রো রুটের ইন্সপেকশনে আসেন। এরপরেই যাত্রী পরিষেবা চালুর বিষয়ে ছাড়পত্র দেয়। দীর্ঘদিন ধরেই কাজ চলছিল জোকা-তারাতলা মেট্রোর। এর আগে ১৫ সেপ্টেম্বর প্রথমবার জোকা-তারাতলা রুটে মেট্রোর ট্রায়াল রান চলেছে। জোকা থেকে তারাতলা পর্যন্ত থাকছে মোট ছটি স্টেশন। এগুলি হল- জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। মাঝেরহাট স্টেশনে এখনও নির্মাণের কাজ চলছে। সাড়ে ৬ কিলোমিটার রুটে ২০ মিনিট ধরে চলে মেট্রোর ট্রায়াল রান। মেট্রোর সর্বোচ্চ গতি ছিল ২৫ কিলোমিটার।
Comments are closed.