বুধবার থেকে আরও রাত পর্যন্ত মেট্রো চড়তে পারবেন যাত্রীরা। মঙ্গলবার মেট্রোর তরফে বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে। বুধবার থেকে রাতের শেষ মেট্রোর সময় আরও আধ ঘন্টা বাড়ানো হয়েছে। বিবৃতিতে তেমনটাই জানানো হয়েছে।
সোম থেকে শনি যেমন সকাল ৭ টাই প্রথম ট্রেন ছাড়ে, সেই সময়সূচীতে কোনও বদল ঘটছে না। তবে শেষ ট্রেনের সময় আধ ঘন্টা বাড়ানো হয়েছে। কবি সুভাষ থেকে দক্ষিনেশ্বর যাওয়ার শেষ মেট্রো ছিল রাত ৯টা। বুধবার থেকে তা বাড়িয়ে রাত ৯টা ৩০ করা হয়েছে। একইভাবে দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ ট্রেনের সময় রাত ৮টা ৪৮ থেকে বাড়িয়ে ৯.১৮ করা হয়েছে। দমদম থেকে কবি সুভাষেরর মেট্রোও ৯ টার জায়গায় ৯.৩০ করা হয়েছে।
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যে করোনা বিধিনিষেধ শিথিল করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, রাত ১০ টার জায়গায় নাইটকার্ফুর সময় শিথিল করে রাত ১১ টা করা হয়েছে। রাজ্যের এই বিজ্ঞপ্তি জারির পরেই রাতের শেষ মেট্রোর সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।
Comments are closed.