সকালেই মেট্রো রেলে আতঙ্কিত হয়ে পড়লেন যাত্রীরা। বুধবার সকালে মেট্রোর একটি কামরার একটি দরজা খোলা রেখেই গন্তব্যের দিকে ছুটল মেট্রোর ট্রেন। যাত্রীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়ায়। তবে কারোর কোনও ক্ষতি হয়নি বলেই মেট্রো সূত্রের খবর।
এদিন সকালে কবি সুভাষ থেকে দমদমগামী একটি মেট্রোতে এই ঘটনা ঘটে। অন্যদিকে মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, কুদঘাট থেকে কালীঘাট পর্যন্ত একটি মেট্রো ট্রেনের সামনের দিকের একটি কামরার একটি দরজা খোলা ছিল। খবর পেয়ে তৎপর হয় আরপিএফ। মেট্রো রেলের ইঞ্জিনিয়ারদের কাছে খবর যায়। ইঞ্জিনিয়াররা ট্রেনে উঠে পড়েন। অবশেষ্ব ট্রেনটি কালীঘাট স্টেশনে পৌঁছনোর পর খোলা দরজাটি বন্ধ করা সম্ভব হয়।
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই দরজা বন্ধ হতে চাইছিল না। এর আগে একাধিকবার যান্ত্রিক গোলযোগের জন্য সমস্যায় পড়তে হয়েছে মেট্রোর যাত্রীদের।
Comments are closed.