পুজোর ক’দিন ভিড়ের কারণে রীতিমতো খবরের শিরনামে উঠে এসেছিল কলকাতা মেট্রো। পুজোর প্রতিটা দিনই কার্যত রেকর্ড সংখ্যক ভিড় হয়েছে। যার জেরে রোজগারের নিরিখেও রেকর্ড তৈরি করেছে কলকাতা মেট্রো।
কলকাতা মেট্রোর দেওয়া তথ্য অনুযায়ী, চতুর্থী থেকে দশমী পুজো এই সাত দিনে মোট ৪৬ লাখ ৯৫ হাজার ৪০৫ যাত্রী মেট্রো চড়েছেন। এর মধ্যে ষষ্ঠীতেই সর্বচ্চ যাত্রী মেট্রো চড়েছেন। ষষ্ঠীর দিন মেট্রোতে প্রায় ৮ লাখ যাত্রী চেপেছেন। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান ‘পুজোয় টিকিট বিক্রি থেকে মেট্রোর রোজগার হয়েছে ৬ কোটি ১২ লাখ টাকা।
এছাড়াও মেট্রোর তরফে আরও কয়েকটি তথ্য দেওয়া হয়েছে। যেমন, সব থেকে বেশি টিকিট বিক্রি হয়েছে নর্থ সাউথ করিডরে। ওই রুটেই শুধু মেট্রোর রোজগার হয়েছে, ৫ কোটি ৮০ লক্ষ টাকা। এবং ইস্ট ওয়েস্ট মেট্রোর রোজগার হয়েছে ৩৩ লাখ টাকার কাছাকাছি।
Comments are closed.