কলকাতা বইমেলা চলাকালীন মেট্রোর গ্রিন লাইন চালু থাকবে

কলকাতা বইমেলার সময় মেট্রোর গ্রিন লাইনে কমিউনিকেশন বেস সিগন্যাল সিস্টেম তৈরির কাজ আপাতত স্থগিত রাখল কলকাতা মেট্রো রেল কোম্পানি লিমিটেড (কেএমআরসিএল)। পরিবর্তে ধাপে ধাপে মেট্রো বন্ধ রেখে এই কাজ করা হবে।

২৮ জানুয়ারিতে থেকে ৯ ফেব্রুয়ারি কলকাতা বইমেলা চলবে। প্রচুর মানুষ গ্রিন লাইন মেট্রোয় বইমেলায় যাতায়াত করেন। মেট্রো বন্ধ রাখার সিদ্ধান্ত জেনে বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড রাজ্য পরিবহণ দপ্তরের হস্তক্ষেপ চেয়ে চিঠিও দেয়। প্রথম ধাপে ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি, দ্বিতীয় ধাপে ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি এবং তার পরে সপ্তাহান্তে ও ছুটির দিনগুলিতে মেট্রো না–চালিয়ে সিগন্যাল সংস্কারের কাজ চলবে। মেট্রো বন্ধ থাকার সময়ে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা থাকবে।

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে পূর্বমুখী সুড়ঙ্গ এবং পশ্চিমমুখী সুড়ঙ্গ দিয়ে উভয় দিকেই মেট্রো চলাচল করে।
সম্প্রতি কাজের জন্য পশ্চিমমুখী সুড়ঙ্গের সম্পূর্ণ পথে মেট্রো চলছিল না। এত দিন হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে ১১৪টি পরিষেবা চলছিল। বৃহস্পতিবার থেকে সেই সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে ১৩০টি।

Comments are closed.