মহালয়া উপলক্ষ্যে টুইটে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রধানমন্ত্রী মোদী

মহালয়া উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মহালয়ার দিন সকালে টুইট করে মোদী লেখেন, মানুষের কল্যাণ ও পৃথিবীর মঙ্গল কামনায় মা দুর্গার আশীর্বাদ চাই। সকলে সুখী ও সুস্থ থাকুক।

মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি টুইট করে লেখেন, মহালয়া উৎসবের মরশুমের সূচনা করে। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা।

 

এদিন টুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। টুইটে তিনি লেখেন, সকলকে মহালয়ার শুভেচ্ছা। এই উৎসবের মরশুমে সকলের মধ্যে সুখ ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি নিতে লেখেন তিনি। সবসময় মাস্ক পড়তে ও কোভিড প্রোটোকল মেনে চলার কথা বলেন অভিষেক ব্যানার্জি।

মহালয়া উপলক্ষ্যে ভোর থেকেই গঙ্গার ঘাটে শুরু হয় তর্পণ। গঙ্গা ছাড়াও অন্য নদীর ঘাটেও শুরু হয় তর্পণ।

Comments are closed.