মহালয়া উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মহালয়ার দিন সকালে টুইট করে মোদী লেখেন, মানুষের কল্যাণ ও পৃথিবীর মঙ্গল কামনায় মা দুর্গার আশীর্বাদ চাই। সকলে সুখী ও সুস্থ থাকুক।
Shubho Mahalaya!
We bow to Maa Durga and seek her blessings for the well-being of our planet and the welfare of our citizens. May everyone be happy as well as healthy in the times to come.
— Narendra Modi (@narendramodi) October 6, 2021
মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি টুইট করে লেখেন, মহালয়া উৎসবের মরশুমের সূচনা করে। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা।
The auspicious occasion of Mahalaya marks the beginning of the much-awaited festive season. The countdown has begun!
I extend my heartiest greetings and best wishes to all. Shubho Mahalaya!
— Mamata Banerjee (@MamataOfficial) October 6, 2021
এদিন টুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। টুইটে তিনি লেখেন, সকলকে মহালয়ার শুভেচ্ছা। এই উৎসবের মরশুমে সকলের মধ্যে সুখ ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি নিতে লেখেন তিনি। সবসময় মাস্ক পড়তে ও কোভিড প্রোটোকল মেনে চলার কথা বলেন অভিষেক ব্যানার্জি।
Best wishes to all on Mahalaya!
This festive season, let us promise to go that extra mile in spreading happiness. Celebrate responsibly, always wear a mask and follow all #COVID19 protocols.
Shubho Mahalaya!
— Abhishek Banerjee (@abhishekaitc) October 6, 2021
মহালয়া উপলক্ষ্যে ভোর থেকেই গঙ্গার ঘাটে শুরু হয় তর্পণ। গঙ্গা ছাড়াও অন্য নদীর ঘাটেও শুরু হয় তর্পণ।
Comments are closed.